বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জেনেভায় মুখোমুখি ভারত-পাক, আলোচনার কেন্দ্রে কাশ্মীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৪২ এএম

জেনেভায় মুখোমুখি হতে চলেছে দুই প্রতিপক্ষ দেশ। রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের (UNGRC) বৈঠকে জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের। প্রসঙ্গত, আন্তর্জাতিক স্তরে নয়া দিল্লির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা শিথিল করার।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সোমবারই রওনা দিয়েছেন সুইজারল্যান্ডের উদ্দেশে। ৪২তম UNHRC-র বৈঠকে তিনিই পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন। যাওয়ার আগে অবশ্য টুইটে জানিয়েছেন, পাকিস্তানের উপর যে অভিযোগ রয়েছে কাশ্মীরে আতঙ্ক ছড়ানোর, সে বিষয়ে স্পষ্ট মতামত রাখবেন তিনি এই বৈঠকে। মঙ্গলবার জেনেভার স্থানীয় সময়ে দুপুর ১২টা নাগাদ জম্মু-কাশ্মীর বিষয়ে নিজের বক্তব্য পেশ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রণালয় সচিব এবং ইসলামাবাদে ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়া। পাকিস্তানের বক্তব্য রাখার কয়েক ঘণ্টা পর আসরে নামবে ভারত। সরকারি সূত্রের খবর, এই বৈঠকে ভারতের তরফে কোনও মন্ত্রীকে পাঠানো হয়নি কারণ আন্তর্জাতিক স্তরে অকারণে কাশ্মীর নিয়ে ইস্যু তৈরি করার যে চেষ্টা পাকিস্তান করছে, তাতে বিশেষ আমল দিতে নারাজ কেন্দ্রীয় সরকার।

সূত্র : এই সময়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
OmarFaruq ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৩:০৩ পিএম says : 0
কাশ্মীর স্বাধীন চাই
Total Reply(1)
anisul ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৩:২৪ পিএম says : 4
আগে নিজের দেশের ক্রিকেট টিম এর উন্নতি করুন :)
Md Azadul Islam ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৩৩ পিএম says : 0
ভারত ভিতু কাপুরুষ তাই সামনে আলোচনা করতে ভয় পায়, যার ফলে সম্মেলনে যেতে পারছে না।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ১০ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৪৮ পিএম says : 0
ভারত শুধু কাঁপুরুষ নয় ওরা হচ্ছে অমানুষ। ওরা বরবর ওরা নিকৃস্ট। ইনশাআল্লাহ ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন