শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কালকিনিতে বাজারে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৫ এএম

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে মাদারীপুরের কালকিনি উপজেলার পাথুড়িয়ার পাড় বাজারে আজ(শুক্রবার) রাত ৪টায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী ব্যবসায়ীদের দাবী।
জানাগেছে, সেলিম মীরার টিভি ফ্রিজের শো-রুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নেভাতে ব্যার্থ হয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে সেলিম মীরার টিভি ফ্রিজের শো-রুম, রেজাউল করিমের মুদি দোকান, ইব্রাহিম হাওলাদারের ইলেকট্রিক দোকান, সজিব আকনের চালের দোকান, এনায়েত হোসেনের কসমেটিকের দোকান, মজিবর সিকদারের কাঁচামালের দোকান, ঝন্টু দাসের মুদি দোকান, সিপনের টেইলার ও বাবুলের কাঁচামালের দোকান পুড়ে ছাই হয়ে যায়। কি ভাবে আগুনের সূত্রপাত তা কেউ নির্দিষ্ট করে বলতে না পারলেও বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের উৎপত্তি বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন