শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় পৌত্রকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদার মৃত্যু!

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩৫ পিএম

সাতক্ষীরা পৌত্রকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা পরবেশ সরদারের (৬৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার থানাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

পরবেশ সরদার থানাঘাটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পরবেশ সরদারের পৌত্র পিয়াস (১৬) টিনের চালে বিদ্যুতের তারে কাজ করছিল। এ সময় সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে দাদা পরবেশ সরদার এগিয়ে গেলে দুইজনই বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় মারাত্মক আহত অবস্থায় দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে দাদা পরবেশ সরদারের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত পিয়াস সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন