শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ফুলবাড়িয়ায় সড়ক নির্মাণে অনিয়ম

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ফুলবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকেজোরবাড়িয়া কাচারী সড়কের ১২৬০ মিটার নতুন সড়ককার্পেটিংসহ নির্মাণ কাজে ব্যাপকঅনিয়মের অভিযোগে এলজিইডি’র নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর তদন্ত টিম সরেজমিনে তদন্ত করেছেন। দুই সদস্য বিকিষ্ট তদন্ত টিমের নের্তৃত্ব দেন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর উপ-সহকারী প্রকৌকলী নুরুল ইসলাম।

জোরবাড়িয়া কোনাপাড়া গ্রামের এনামুল হককাহিন পৌর কহরে নতুন পাকা সড়ক৭ক৪০ মিটার ও ৫ক২০ মিটার পুননির্মান কাজে অনিয়মের অভিযোগে ঠিকাদার এম/এম হৃদয় এন্টার প্রাইজের স্বত্তাধিকারীসহ প্রকল্প পরিচালকও দুদকেঅভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলজিইডি’র একটি দুই সদস্য বিকিষ্ট তদ;ন্ত করে গেছেন। এ সময় পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া, পৌর প্রকৌকলী প্রদীপ কুমার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক, অভিযোগকারীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযোগের সূত্রে জানাগেছে, পৌরসভার প্যাকেজ আই উ আই ডি পি ২/ফুল/পি এল প্যাকেজের জোরবাড়িয়া কাচারি সড়কে১২৬০ মিটার সড়কেকাপেটিং বালু ভরাট, বালুখোয়া মিক্রণ ডাবিøউ বি এম ডেপথনেস যথাক্রমে দকইঞ্চির স্থলে ৬ ইঞ্চি,৬ ইঞ্চির স্থলে ৪ ইঞ্চি এবং ৬ ইঞ্চির স্থলে ৫ ইঞ্চি নির্মাণ করা হয়েছে। পৌরসভার প্রকৌকলী প্রদীপ কুমার বলেন, সংকিøষ্ট ঠিকাদারের আংকিকবিল নিয়ে গেছে ফাইনাল বিল এখনো দেয়া হয়নি।
এ ব্যাপারে তদন্ত টিমের প্রকৌকলী নুরুল ইসলাম সাংবাদিকদের কাছে নিম্মমানের মালামাল ও কাজে নানা ধরনের অনিয়মের সত্যতা স্বীকার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন