বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ পরিচালক অবরুদ্ধ

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার

মেডিকেল কলেজ পরিচালনায় সরকারি নীতিমালা ভঙ্গ করায় আশুলিয়ার গোরাট এলাকায় প্রতিষ্ঠিত নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশের খবরে বিক্ষুব্ধ হয়ে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। রোববার রাত থেকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নুর ইমাম মেহেদী নামে এক প্রশাসনিক কর্মকর্তাকেও মারধোর করেছে। বিক্ষোভের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়। রাত ১১টায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ হুমায়ুন জামান চৌধুরী ক্যাম্পাসে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার চেষ্টা করলে তাকে একটি কক্ষে অবরুদ্ধ রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে গভীর রাতে মুক্ত হন তিনি। গতকাল সোমবার সকালে পুনরায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন কক্ষের জানালা-দরজার কাচ ভাঙচুর ও ক্যাম্পাসের অভ্যন্তরের সড়কে আগুন ধরিয়ে দেয়। প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবিলম্বে কলেজ খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ হুমায়ুন জামান চৌধুরী বলেন, কোন কারণ ও নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি বলেন, মন্ত্রণালয়ের কোন লিখিত নির্দেশনাও এখনো পাইনি। তবে কি সমস্যার কারণে এ ধরনের নির্দেশনা দেয়া হলো বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের চেষ্টা করার কথাও জানান তিনি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ হোসনে আরা তাহমিদা জানান, কোন কারণ ছাড়াই এ ধরনের ঘোষণায় শিক্ষার্থীরা কলেজের কর্মকর্তা-কর্মচারিরা হতবাক হয়েছে। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে ৪র্থ ব্যাচের শিক্ষার্থী সোনিয়া আক্তার, শাত্তনসহ অনেকেই বলেন, তাদের শিক্ষা জীবন যাতে নষ্ট না হয় সেদিক তুলে ধরে ও মেডিকেল কলেজের নানা সমস্যার অভিযোগ করে সরকারের কাছে সমাধান চান। তারা দাবি করেন, হাসপাতালের ইনডোর বা আউটডোরে কোন রোগি নেই। সরকারি কোন মন্ত্রণালয়ের লোক আসলে বাইরে থেকে ভাড়া করে রোগি এনে দেখানো হয়। প্রতিষ্ঠানে ভারতীয় ১৫ ও নেপালি ২০ শিক্ষার্থীরা তাদের পাসপোর্ট ফেরত না পাওয়ারও অভিযোগ তুলে এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছেন। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, কোন বিশৃঙ্খলা যাতে না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে প্রতিষ্ঠানের সামনে। প্রসঙ্গত মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় দেশের তিনটি বেসরকারি মেডিকেল কলেজ সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন