মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রতারক ব্যবসায়ীর মামলায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে কৃষক

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা

রাজশাহীর তানোরে এক হার্ডওয়ার ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। জিল্লুর রহমান নামের ওই হার্ডওয়ার ব্যবসায়ীর প্রতারণায় একটি কৃষক পরিবার নিঃস্ব হয়ে পথে বসতে চলেছে। এ ঘটনায় ভুক্তভুগী কৃষক আব্দুল মজিদ বাদী হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। এদিকে প্রতারণার খবর ছড়িয়ে পড়লে হার্ডওয়ার ব্যবসায়ী জিল্লুর রহমানের বিরুদ্ধে এলাকার কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, তানোর পৌর সদরের থানার মোড়ে অবস্থিত হার্ডওয়ার ব্যবসায়ী মেসার্স মোল্লা ট্রেডার্স থেকে ২৫ হাজার টাকা জমা দিয়ে ৩ হর্স পাওয়ারের একটি বৈদ্যুতিক মটর ক্রয় করেন ভাগনা গ্রামের মৃত নজর ম-লের পুত্র আব্দুল মজিদ ম-ল। কিন্তু বৈদ্যুতিক মটরটি নিম্নমানের হওয়ায় ৩ মাসের মধ্যে ৬ বার নষ্ট হয়। এ অবস্থায় ওই মটর ফেরত দিয়ে ৯০ হাজার টাকা দাম নির্ধারণ করে ৫০ হাজার টাকা জমা দিয়ে ফের ৫ হর্স পাওয়ারের একটি সাবল ব্র্যান্ড মটর ক্রয় করেন। এদিকে মটর ক্রয়ের সময় কৃষক মজিদের কাছে থেকে তার স্বাক্ষরিত ফাঁকা চেকের একটি পাতা হাতিয়ে নেয় জিল্লুর রহমান। তানোর উপজেলার কলমা ইউপির আজিজপুর গ্রামের মৃত দেলোয়ার হাজীর পুত্র জিল্লুর রহমান। অপরদিকে জিল্লুর রহমান ওই চেকে ১ লাখ ৩৫ হাজার টাকা দাবি করে কৃষকের নামে আদালতে মামলা করেছে। আর মামলার খবর ছড়িয়ে পড়লে কৃষক আব্দুল মজিদ গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। ওদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পালিয়ে বেড়ানো ওই কৃষক পরিবারের ওপর চরম দুর্দিন নেমে এসেছে। এ ব্যাপারে জানতে চাইলে হার্ডওয়ার ব্যবসায়ী মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী জিল্লুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তার পাওনা টাকা না দেয়ায় মজিদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি নিয়ে আপোষ-মীমাংসার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, প্রতারণা করে নিরহ কৃষকের বিরুদ্ধে এভাবে চেকের মামলা দেয়া অমানবিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন