শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নৌ-পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘœকরণের লক্ষ্যে সভা

প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘœকরণের লক্ষ্যে সভা রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয় ওই সভা। রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরার সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার  তোফায়েল আহম্মেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. সৈয়দা নওশীন পর্নিনী, বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক বাণিজ্য সফিকুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিগত বছরের তুলনায় এবার যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ করতে ঘাট এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দালালদের হাত থেকে রক্ষা করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়াও লঞ্চে অতিরিক্ত যাত্রী না নেয়ার জন্য লঞ্চ মালিকদের নির্দেশ প্রদান করা হয়।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল সোমবার সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন