দিনাজপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. মমতাজ বেগম নবাবগঞ্জে পৃথক পৃথক তিনটি হোটেলে অভিযান চালিয়ে নিম্নমানের খাবার, নোংড়া পরিবেশ, ওজনে কমসহ বিভিন্ন অপরাধে ৩৮ হাজার টাকা জরিমানা করেন।গত বৃহস্পতিবার দুপুরে জরিমানাকৃত হোটেলগুলো হলো উপজেলা পরিষদ মসজিদ মার্কেট সংলগ্ন সৌরভ ভোজন বিলাস ৩০ হাজার, বাজারে বিপ্লবের হোটেলে ৫ হাজার ও আকরাম হোসেনের হোটেলে ৩ হাজারসহ মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা সেনেটারি ইনপেক্টর মো. মোকসেদুল মমিন জানান, হোটেলগুলোতে খাবারমান সম্মত রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন