রাজধানীর উত্তরার সড়কগুলোতে অবৈধভাবে ফুটপাত দখল উচ্ছেদ চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ রোববার উত্তরার সোনারগাঁও জনপথ রোড থেকে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর ১টার দিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম অভিযানে যুক্ত হয়ে এতে নেতৃত্ব দেন।
সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। ডিএনসিসির বুলডোজার ও কর্মী দিয়ে সরানো হচ্ছে স্থাপনাগুলো।
একই সঙ্গে, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ দখলদার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে মৌখিকভাবে সতর্ক করে দিচ্ছেন, যেন দখলমুক্ত করা জায়গা ফের দখল না করা হয়।
অভিযানের বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা উত্তরা দিয়ে শুরু করলাম। পুরো উত্তরা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আমি নিজে পুরো বিষয়টি দেখভাল করছি। আমাদের ম্যাজিস্ট্রেট আছেন। এভাবে পুরো উত্তরার পর অন্য অঞ্চলও দখলমুক্ত করবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন