শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝিনাইদহে ৭ জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৩:২৮ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রাম থেকে ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে পদ্মকর ইউনিয়নের অন্তর্গত ওই গ্রামে হাটগোপালপুর পুলিশ ফাড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিনাইদহ সদর উপজেলার লৌহাজংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল ওহাব মোল্লা, ছয়াইল গ্রামের নুরুল হক মোল্লার ছেলে শুকুর আলী মোল্লা, একই গ্রামের আফসার মোল্লার ছেলে আইয়ুব মোল্লা, উলফাতের ছেলে ইজাজুল, হোটগোলপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে টুকু, আমানউল্লার ছেলে রেজাউল ও তিওরদা গ্রামের তাজুল ইসলামের ছেলে টিটো মিয়া। ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার অশোক কুমার জানান, বেড়বাড়ি গ্রামের ইজাজুল হক ওরফে ইঞ্জিনের বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসতো। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ শুক্রবার ভোরের দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ উল্লেখিত ৭ আসামীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন