মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ

এক শিবির কর্মীসহ ৫ পুলিশ আহত

কুমিল্লা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৫:০৪ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা এলাকায় গতকাল শুক্রবার বেলা সোয়া ১১ টায় শিবিরের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এক শিবির কর্মীসহ ৫ পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৯ টি ককটেল, লিফলেট, ব্যানার ফেস্টুন উদ্ধার করেছে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস দৈনিক ইনকিলাবকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার পিছনে একটি ঘরে শিবিরের কিছু নেতাকর্মী নাশকতার উদ্যোগে একত্রিত হয়েছে। এ খবরে দেবপুর পুলিশ ফাঁড়ীর এ এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে, এতে এ.এস.আই দেলোয়ার কন্সটেবল মাহবুব আহত হয়। পুলিশ এসময় গুলি চালালে শিবির কর্মীরা পিছু হটে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক শিবির কর্মীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ তল্লাসী করে ৯ টি ককটেল, বিপুল পরিমান লিফলেট, ব্যনার, ফেস্টুন উদ্ধার করেছে। অহত পুলিশের সদস্যরা কাবিলা ইস্টান মেডিক্যাল কলেজ ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন