শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন হুমকি সত্তেবও ইরানি তেল কেনা অব্যাহত রাখবে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্তে¡ও তুরস্কের পক্ষে ইরান থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা বন্ধ করা অসম্ভব বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান
শুক্রবার নিউইয়র্ক থেকে আঙ্কারায় ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে সতবিনিময়কালে এরদোগান এ কথা বলেন। একইসঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে এরদোগান বলেন, তুরস্ক ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞাগুলোতে ভয় পায়নি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শাস্তির হুমকিকে ভয় পায় না আঙ্কারা।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে দেশটির তেল বহন করার অভিযোগে চীনের ছয়টি জাহাজ কোম্পানির বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করার পর তুর্কি প্রেসিডেন্ট এমন বক্তব্য দিলেন।
ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেন করলে তাকেও নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে
বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র : রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন