সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

‘রাতে আ.লীগ দিনে বিএনপি করা নেতার দরকার নেই’

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দীর্ঘ ১০ বছর পর দ্বিধা দ্বন্দ ভুলে আবারো এক হলো শৈলকুপা উপজেলা বিএনপি। অনুষ্ঠিত হলো শৈলকুপা উপজেলা বিএনপির যৌথকর্মী সভা। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, নজরুল ইসলাম জোয়ার্দ্দার, হুমায়ন বাবর ফিরোজ, মিজানুর রহমান বাবুল, উসমান আলী, বারী মোল্লা, মনিরুল ইসলাম হিটু, মোস্তাফিজুর রহমান তুর্কি, পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী চুন্নু, শৈলকুপা যুবদল নেতা বাবলুর রহমান, রবিউল ইসলাম, তোজাম আহম্মেদ, আজিজুল ইসলাম, কামাল হোসেন, উজ্জল হোসেন, টিটো আহম্মেদ, ছাত্রদল নেতা ইমদাদুল ইসলাম আকুল, সাদাদ আহম্মেদ, আবুল খায়ের, বাবলুর রহমান, রাজু আহম্মেদ, কাকন, মাহবুবুর রহমান, লিমন হোসেন, আলামিন হোসেনসহ অন্যান্যরা। 

অনুষ্ঠান পরিচালনা করেন, শৈলকুপা উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু। প্রধান অতিথি এ্যাড. আসাদুজ্জামান বলেন, রাতে আ.লীগ দিনে বিএনপি করবেন এমন কোন নেতাকে আমরা দলে দেখতে চায় না। আমরা শৈলকুপা উপজেলা বিএনপি সকল গ্রুপিং ভুলে একত্রিত হয়েছি। যারা দলের সাংগঠনিক নিয়মনীতি না মেনে এখনও দলের সাথে থেকে দলের ক্ষতি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলে থেকে দলের সাথে বিশ্বাসঘাতকতাকারীদের কোন ছাড় দেওয়া হবে না। তিনি শান্তিপুর্ণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে ঘোষণা দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন