শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চুনারুঘাট সীমান্তে সক্রিয় চোরাকারবারি

খোয়াই নদী থেকে চোরাই মালামাল উদ্ধার

এস এম সুলতান খান, চুনারুঘাট থেকে | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

চুনারুঘাট সীমান্ত চোরা কারবারীরা সক্রিয় হয়ে ওঠছে। প্রতিদিন আসছে ভারতীয় নিম্নমানের চা পাতা, গরু, টায়ার, মদ, গাজা, ইয়াবাসহ নানান জাতের নেশাজাতীয় দ্রব্য। এগুলি উপজেলার সীমান্তের বাল্লা, টেকের ঘাট, কেদারাকোট, সাতছড়ী, রেমা ও কালেংগা সীমান্ত পথ দিয়ে বওয়াডারঘাট বিএসএফ ও বিজিবিকে ম্যানেজ করে ভারতীয় মালামাল পাচার করে চুনারুঘাটের আসামপাড়া, আমুরোডসহ বিভিন্ন নিরাপদ স্থানে রেখে দেয়। সুযোগ বুঝে চোরা কারবারীরা, বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করছে বলে স্থানীয় সুত্র জানায়। গত ২৭ সেপ্টেম্বর উপজেলার সীমান্তবর্তী এলাকা বনগাঁও কোনবাড়ি নামক স্থান থেকে খোয়াই নদী দিয়ে ভেসে আসা প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় অবৈধ চা-পাতা ও টায়ার উদ্ধার করেছে বিজিবি। আশপাশের লোকজন মারফত জানা যায়, উল্লিখিত স্থানে নিজের বৃক্ষ বাগান পরিদর্শনে যান প্রাক্তন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ. লতিফ। এ সময় তিনি কয়েকজন অপরিচিত লোকজনকে মোটরসাইকেল নিয়ে ঘুরাফেরা করতে দেখেন। নদীর পাড়ে গিয়ে তিনি পলিথিনে মোড়ানো কি সব আসছে দেখেন। এবং টায়ার দেখে তিনি নিশ্চিত হন এগুলো ভারতীয় চোরাই পণ্য। তখন তিনি আশপাশের লোকজন ডাকেন এবং ব্যাপারটি থানাসহ কয়েকটি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীকে অবগত করেন। ততক্ষণে সেখানে বিজিবি পৌঁছে। 

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এম জাহিদুর রশিদ পিএসসি জানান, ২৭ সেপ্টেম্বর ভোর ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় বিজিবি ৫৫ ব্যাটালিয়ন বাল্লা কোম্পানি কমান্ডার সুবেদার আলহাজ হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি। এ সময় আশপাশের লোকজনের সহযোগিতায় খোয়াই নদীতে ভেসে আসা চোরাই চাপাতা ও টায়ারগুলো উদ্ধার করেন তারা। উদ্ধারকৃত ১৫৮ বস্তায় থাকা ৫২৩০ কেজি চাপাতার সীজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা ও ৪৯ টি টায়ারের মূল্য ৮ লাখ টাকা। তিনি এ কাজে বিজিবিকে সহযোগিতা করার জন্য জনতাকে ধন্যবাদ জানান।
এদিকে উদ্ধার কালে চুনারুঘাট থানার এসআই মোসলিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশও ঘটনা স্থলে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন