ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের কুরমুট এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের মোসেফ আলীর ছেলে। এই ঘটনায় নিহত ভ্যানচালক রফিকুল ইসলামের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা ভ্যানচালক রফিকুল ইসলামকে হত্যা করে তার লাশ পুকুর পাড়ে ফেলে দেয়। খবর পেয়ে গতকাল বুধবার ভ্যানচালকের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন