কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শামীম বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড় টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অস্থায়ী ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়। শামীম দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের কাগহাটি গ্রামের রফিকুল ইসলাম বিশ্বাসের পুত্র।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুন্নাহার জানান, শামীম ডেঙ্গু আক্রান্ত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা। চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ কুমার পাল জানান, শামীম ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা নিরীক্ষার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সে মারা যায়।
এনিয়ে দৌলতপুর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন