বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সিভিল সার্জনের সাথে ক্লিনিক ও পল্লী চিকিৎসকদের মতবিনিময়

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় বরিশাল সিভিল সার্জনের সাথে বেসরকারি হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিকের মালিক বা পরিচালক ও পল্লী চিকিৎসকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নব কুমার সমাদ্দার। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন ডাঃ এ এফ এম শফিউদ্দিন। সভাটি দু’টি পর্বের প্রথমে বেসরকারী হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিকের মালিক বা পরিচালকদের নিয়ে। এ সময় প্রধান অতিথি তাদের উদ্দেশে বলেন, আপনারা মানবসেবার ব্রত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়েছেন। এসব প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারি যে সকল নিয়ম-কানুন রয়েছে তা অনেকেই মানছেন না। তিনি এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারি আইন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, আপনারা যথেচ্ছভাবে এন্টিবায়োটিক ওষুধ রোগিদের দিয়ে থাকেন। এটা করা যাবে না আপনাদের যে নির্দেশনা দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে তার বাইরে ওষুধ দিবেন না। তিনি বলেন, পল্লী চিকিৎসকদের নামের পূর্বে বা পরে ‘ডাক্তার’ লিখতে পারবেন না। ডাক্তার তারাই লিখবেন যাদের বিএমডিসির সনদ রয়েছে।  এটা যারা করবেন তাদের জন্য জেল-জরিমানা রয়েছে। তিনি পল্লী চিকিৎসকদের প্রসূতি মায়েদের প্রসবে চিকিৎসা না করার জন্য বলেন। আপনারা রোগি দেখবেন তবে এ বিষয়ে সরকারী প্রশিক্ষণপ্রাপ্তদের কাছে নেয়ার পরমর্শ দেন। তিনি সবার উদ্দেশে বলেন, শিশু ও মার্তৃ মৃত্যুর হার কমিয়ে আনতে হবে কারো ভুল চিকিৎসায় উদ্দেশ্য ব্যাহত হবে সেটা করা যাবে না। পল্লী চিকিৎসকদের দাবি অনুযায়ী শীঘ্রই তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন জুনিয়র কন্সালন্টেন ডাঃ জামিল ও ডাঃ রাশেদ, এমওডিসি ডাঃ শাহাদত হোসেন ও ডাঃ মবিনুল হক, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবদিক এস মিজানুল ইসলাম, ডেন্টাল সার্জন ডাঃ রাজিব সরকারসহ ক্লিনিকের মালিক এবং পল্লী চিকিৎসক নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন