উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নেশার টাকা নিয়ে দ্বন্দ্বে আপন বড় ভাই দা দিয়ে গলা কেটে ছোট ভাইকে নির্মমভাবে খুন করেছে। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিকিড়া মহল্লার দুলাল হোসেনের দুই ছেলে সোহাগ হোসেন (২০) এবং শাকিল হোসেন (১৮) দুজনই হেরোইন ও ইয়াবা নেশায় আসক্ত। নেশার টাকা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই শাকিল বড় ভাইয়ের টিভি ভাঙাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। গত বুধবার বিকালে নেশা করে দুই ভাই একে অপরকে দেখে নেয়ার হুমকি দিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে বড় ভাই সোহাগ ছোট ভাই শাকিলকে দা দিয়ে গলা কেটে খুন করে নানীর বাড়ি উপজেলার ভেল্লাবাড়ি গ্রামে পালিয়ে যায়। সেখানে গিয়ে সে তার মামাকে জানায় ছোট ভাইকে দা দিয়ে গলা কেটে এসেছে। বিষয়টি তার মামা সোহাগের পরিবারকে মুঠোফোনে জানালে তারা ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় সোহাগকে উদ্ধার করে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তার বাড়ি থেকে সোহাগকে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে পুলিশ বাড়ি থেকে বড় ভাই শাকিলকে গ্রেফতার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার ভাইকে খুনের কথা স্বীকার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন