পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে অনুমোদনহীন কারখানা থেকে লক্ষাধিক টাকার ভেজাল সেমাই জব্দ করা হয়। জানা গেছে, উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর তাঁতিপাড়া গ্রামে ঈদ উপলক্ষে বিএসটিআই অনুমোদনহীন কারখানায় ভেজাল সেমাই তৈরি করা হচ্ছিল। বুধবার রাত সাড়ে ৩টায় পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে এক ট্রাক ভেজাল সেমাই উদ্ধার করে থানায় নিয়ে আসেন। গতকাল বৃহস্পতিবার কারখানার মালিক ফেকু শেখের ছেলে আব্দুল কুদুস (৪৮) ও কিতাব উদ্দিনের ছেলে এনামুল হক (৩৩)-কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন