শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পীরগঞ্জে মাদ্রাসার ৫ ল্যাপটপ চুরি

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতা
রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া কামিল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল কর্তৃক প্রদানকৃত ১৫টি ল্যাপটপের মধ্যে ৫টি ল্যাপটপ চুরি হয়েছে। গত মে মাসে শেখ রাসেল ডিজিটাল কর্তৃক ওই ল্যাপটপগুলো বরাদ্দ পাবার পর মাদ্রাসা কর্তৃপক্ষ তা নিয়ে এসে মাদ্রাসার ল্যাব কক্ষের টেবিলে পাশাপাশি সাজিয়ে রাখে। গত বুধবার দুপুরে ঢাকা থেকে একটি তদন্ত দল এসে আকস্মিকভাবে ল্যাব কক্ষে গিয়ে পাশাপাশি সাজিয়ে রাখা ১০টি ল্যাপটপ দেখতে পান। বাকি ৫টি ল্যাপটপ সেখানে নেই। অবশ্য ল্যাবঃ কক্ষের জানালার একটি গ্রিল কাটা অবস্থায় দেখতে পান তদন্ত দলটি। জাফরপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম জানান, কোন সময় ল্যাপটপগুলো চুরি হয়েছে তা আমাদের অজানা। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। ল্যাব কক্ষে পাশাপাশি সাজিয়ে রাখা প্রতিটি ৫০ থেকে ৫৫ হাজার টাকা মূল্যের ১৫টি ল্যাপটপের মধ্যে ৫টি হাওয়া হয়ে যাওয়ার বিষয়টি রীতিমত রহস্যজনক। চোর নিয়ে গেলে সবগুলোই নিয়ে যাবে? ১০টি টেবিলে রেখে মাত্র ৫টি চুরির বিষয়টি এলাকাবাসী মাদ্রাসা কর্তৃপক্ষকেই সন্দেহের চোখে দেখছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন