শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে সীমানা প্রাচীর ভাঙচুর

প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে এক আইনজীবীর জমি দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভাঙচুর করেছে জমির সীমানা প্রাচীর। গত বুধবার দুপুরে সাভারের কলমা এলাকায় এ ঘটনা ঘটলে রাতে তিনি সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। আইনজীবী আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, কলমা মৌজায় আরএস ৪৬১ দাগে আমার পৈতৃক ১৮ শতাংশ জমি একটি ভূমিদস্যুচক্র দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করে আসছিল। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ অফিসে সমঝোতা বৈঠকও হয়েছে। কিন্তু ভূমিদস্যু চক্র জমিটি জোরপূর্বক দখলে নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তিনি বলেন, জমিটিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুপুরে ভূমিদস্যু চক্রটি আমার অনুপস্থিতিতে জমির সীমানাপ্রাচীর ভেঙে ফেলে। পরে তারা জমিটি দখলে নেয়ার জন্য একটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। ভূমিদস্যু চক্রটি আমাদের পৈতৃক সম্পত্তিটি জোরপূর্বক দখলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। বর্তমানে আইনজীবী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি রাতেই সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন