বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়ায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। কোনো প্রকার বাধা ছাড়াই নদীতে জেলেরা কারেন্টজাল ফেলে নিধন করছে রূপালী জাটকা। মৎস্য অফিসের কর্তাদের হাট-বাজার পর্যবেক্ষণের বালাই নেই। গত বছরের ১লা নভেম্বর থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত মোট আট মাস জাটকা ইলিশ নিধন, ক্রয়, বিক্রয় ও বহন করা সম্পূর্র্ণ নিষেধ রয়েছে। সরকারি এ আইনকে কোনো প্রকার তোয়াক্কা না করে বানারীপাড়া বন্দর বাজার, রায়ের হাট-বাজারসহ প্রায় প্রতিটি হাট-বাজারে অসাধু কিছু মাছ ব্যবসায়ীরা প্রশাসনের নাকের ডগায় জাটকা বিক্রি করছে। ইলিশ রক্ষায় বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি ও নিষেধাজ্ঞা রয়েছে। সরেজমিনে দেখা যায়, প্রতিনিয়ত জেলেরা জাটকা শিকার করে বন্দর বাজারের কয়েকটি মাছের আড়তে বিক্রি করছে। আরও জানা গেছে, বন্দর বাজারের কয়েকজন অসাধু মাছ ব্যবসায়ী সুধীর, রমেশ, নান্টু, সত্য, মাছুম এরা বিভিন্ন কর্তাদের ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ্যে জাটকা ক্রয়-বিক্রয় করছে। প্রতি কেজি জাটকা ওইসব আড়তদাররা জেলেদের কাছ থেকে পাইকারি ১৫০-১৮০ টাকায় ক্রয় করে ৩০০-৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করেন। অপরদিকে বন্দর বাজারের কোল ঘেঁষে বয়ে যাওয়া সন্ধ্যা নদীতে প্রকাশ্যে জেলেরা অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জালে জাটকা শিকার করায় সচেতন মহল হতাশা প্রকাশ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন