নেছারাবাদে ইলিশ বিক্রি ও পরিবহন করার অপরাধে ৮ ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান ওই দণ্ড প্রদান করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে পাওয়া, শনিবার (৯ অক্টোবর) গোপন সংবাদে মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানতে পারেন, উপজেলার মিয়ারহাট বাজারে ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে। খবর পেয়ে উপজেলা মৎস্য অফিস নেছারাবাদ থানার পুলিশ নিয়ে গভীর রাতে বাজারে অভিযানে নামেন। এসময় কয়েকটি ইলিশ ও বেশ কিছু সামুদ্রিক মাছ সহ মাছ বিক্রেতা ও মাছ পরিবহনকারি মোট আট ব্যক্তিকে আটক করে পুলিশ। সকালে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মেহেদী হাসানের অফিসে গ্রেফতারকৃতদের হাজির করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন চার ধারায় অপরাধ করায় আদালত পাচ ধারায় প্রত্যেককে পাচ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন