দিনাজপুরের হাকিমপুরে সাপের খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে আবু মুসা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার খট্টামাধবপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ি থেকে সাপ উদ্ধারের পর পাশবর্তী ডাঙ্গাপাড়া বাজারে উৎসুক জনতাকে খেলা দেখাতে গিয়ে এ ঘটনা ঘটে। এবং রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সে ডাঙ্গাপাড়া বাজারের ওয়েল্ডিং ব্যবসায়ী ও সখের বশে সাপ ধরে মানুষকে সাপখেলা দেখাতো।
মৃতের বড় ভাই মোস্তাকিম হোসেন জানান, ‘শুক্রবার সন্ধ্যা ৭টায় বাজারে একটি গোখরা সাপ নিয়ে খেলা দেখাতে আসে মুসা। সাপখেলা শেষে যখন সে সাপটিকে বস্তায় রাখতে যায় তখন সাপটি তাকে কামড় দেয়’।
সাপের কামড়ে মুসা গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সাপের কামড়ে আবু মুসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন