শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজবাড়ীতে ১৮ জেলের কারাদণ্ড

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১:০০ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১৮ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে জব্দ করা হয়েছে ২ মন ইলিশ মাছ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ টি নৌকা।
রাজবাড়ীর এনডিসি মোঃ রফিকুল ইসলাম জানান, ইলিশ রক্ষায় সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৭ টা পর্যন্ত পদ্মার নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই ১৮ জেলেকে আটক করা হয়।
জব্দ করা হয় ইলিশ মাছ, কারেন্ট জাল ও নৌকা। জব্দকৃত ইলিশ মাছ এতিম খানায় প্রদান করা হয়েছে। আর জাল আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরো জানান, আটক জেলেদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে ১৬ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সচেতন জনতা ১৫ অক্টোবর, ২০১৯, ২:০০ পিএম says : 0
দেশ প্রেমিক যারা ,তারা সরকারের এই আদেশ মান্য করতে বাধ্য।কিন্তু দুঃখের বিষয় আমাদের জেলেরা এ আদেশ মান্য করে অলস দিন কাটায়,আর ভারতের জেলেরা এই সুযোগে শত শত ট্রলার আমাদের সাগর সীমার মধ্যে এসে মাছ ধরে নিয়ে যায়।এদের দমন করার হিম্মত রাখে এমন শক্তির উথ্থান ঘটাতে হবে ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন