ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার ভোররাতে ডাকাত দলের সাথে পুলিশের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশের হাতে আটক ডাকাত সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ২ পুলিশ কর্মকর্তা ও ১ পুলিশ সদস্য। বৃহস্পতিবার রাত আড়াইটায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের জাঙ্গালের ব্রিজ নামক স্থানে তথাকথিত এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনায় আহত ডাকাত সর্দার সাইফুল ইসলাম উপজেলার আদমপুর গ্রামের মৃত সইমুদ্দিন মোল্লার ছেলে। ওই ঘটনায় পুলিশ সদস্য এসআই আক্কেল আলী, এএসআই শামীম ম-ল ও পুলিশ সদস্য মিজানুর রহমান আহত হয়েছেন বলে জানা যায়। ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, গত ১১ জুন রাত ৩টায় ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ফকিরপাড়া এলাকায় বসবাসরত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ছোট ভাই খাজা মইনউদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার একাধিক ডাকাতি মামলার আসামী সাইফুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পল্লবী থানার কালসি নামক স্থান থেকে গত বৃহস্পতিবার আটক করে থানায় নিয়ে আসা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার তাকে সাথে নিয়ে থানা পুলিশ তার বাড়ি আদমপুর গ্রামে তল্লাশি করতে রওনা হয়। এ সময় তার বাড়ি থেকে ডাকাতি করা ২ হাজার টাকা উদ্ধার করে ফেরার পথে জাঙ্গালের ব্রিজ নামক স্থানে সাইফুল ইসলামের সতীর্থরা পুলিশের গাড়ি আটক করে এবং এলোপাতাড়িভাবে পুলিশ সদস্যদের মারডাং করে পুলিশের হাতে আটক ডাকাত সাইফুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও দশ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। এতে সাইফুল ইসলাম পালিয়ে যাওয়ার সময় তার ডান পায়ে গুলি লাগে এবং পুনরায় তাকে আটক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন