শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঘুমন্ত স্বামীকে গরম তেলে ঝলসে দিল স্ত্রী

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামীকে ফুটন্ত গরম তেলে ঝলসে দিয়েছে স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসমা আক্তার। বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় এ ঘটনার পর স্বজনরা দগ্ধ ইউসুফ জামিল বাবুকে (২৭) সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দগ্ধ জামিলের বোন সাবিনা আক্তার জানান, পারিবারিক বিষয় নিয়ে জামিল ও তার স্ত্রী আসমার সাথে ঝগড়া লাগে। জামিল রাতের খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়লে চুলায় কড়াইয়ের মধ্যে রাখা ফুটন্ত তেল জামিলের মুখম-লে ছুড়ে মেরে পালিয়ে যায় আসমা। পরে জামিলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দগ্ধ অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জামিল স্যানিটারি ঠিকাদার হিসেবে কাজ করতেন। ওই দম্পতির আশরাফুল ইসলাম নামের সাত বছরের একটি ছেলেসন্তান রয়েছে। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, যখন ভর্তি হয়েছিল তখন ভালই ছিল। কিন্তু ধীরে ধীরে অবস্থা খারাপ হচ্ছে। জামিলের মুখ ও পিঠের অংশসহ ১৩ ভাগ ঝলসে গেছে। কিন্তু এই ১৩ ভাগই এখন ঝুকিপূর্ন। গলার অবস্থা, চোখের অবস্থা ভাল না। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান জানান, এখনও কেউ অভিযোগ দেয়নি অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন