বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সড়ক এখন প্রভাবশালীদের দখলে যাতায়াতে দুর্ভোগ বাড়ছে ক্ষোভ

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
উপজেলার গোসিংগা ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর খেয়াঘাট সংলগ্ন স্থানে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার বন্ধ করে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। রাস্তা বন্ধ করে বালু উত্তোলনের ফলে স্থানীয় শ্রীপুর-কাপাসিয়া ফেরিঘাটের জনতার চলাচলে বিঘœ ঘটায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)’র কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, গোসিংগা ইউনিয়ন ভূমি অফিসের অধীন ৩২নং নিজখোজেখানী মৌজাস্থিত সিএস, এস এ ও আর এস ১নং খাস খতিয়ানভুক্ত, সিএস, এসএ ৬০০ ও আর, এস ১২৩০নং দাগের মধ্যে গোসিংগা হতে শ্রীপুরের ডিবি রোড এবং খেয়া ঘাটে চলাচলের রাস্তা ছিল। ওই রাস্তাটি স্থানীয় খোজেখানী গ্রামের প্রভাবশালী মৃত সেলিম সরকারের  ছেলে মো লিটন সরকার দলীয় ক্ষমতাবলে রাস্তার দুই ধারে সৃজিত প্রায় ১ লাখ টাকা মূল্যের গাছ কেটে দখলে নিয়ে বালিরগদি তৈরি করে উহাতে বালি মজুদ করে রাখে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, রাস্তা দখলের পাশাপাশি অভিযুক্ত লিটন সরকার রাস্তার মাটি কেটে ২০ ফুট গভীর করে বিক্রি করেছেন। এ ব্যাপারে গোসিংগা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল বারী ওরফে বাকের জানান, সরকারি সম্পত্তি ও রাস্তার উপর বালি ভরাট করার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত লিটন সরকারকে বালি বিক্রিতে নিষেধ করেছেন। তবে রাস্তার গাছ কেটে ফেলার বিষয়টি তার জানা নাই। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা জানান, ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরেই থেমে থেমে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ইতিপূর্বে নিষেধ করার পরও সে তা মানছে না। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন