শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নূরুল ইসলামের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
বীর মুক্তিযোদ্ধা। সমর যুদ্ধে যিনি ছিলেন লড়াকু সৈনিক। প্রিয় দেশকে স্বাধীন করতে জীবনের মায়া তুচ্ছ করে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। শত্রুমুক্ত করেছেন দেশকে। তিনি মোঃ নূরুল ইসলাম। আজ বাকশক্তি হারিয়ে ও প্যারালাইসেস হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন।
নরসিংদীর চাঁনগাও গ্রামের মরহুম সাফাজ উদ্দিনের ছেলে নূরুল ইসলাম। স্ত্রী ও ৫ সন্তান নিয়ে ৭ জনের সংসার। মুক্তিযোদ্ধা ভাতা যা পাচ্ছেন তা দিয়ে ৭ জনের ভরন-পোষণ হচ্ছে না। খেয়ে না খেয়ে বিনা চিকিৎসায় চলছে তার জীবন। বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজীর সুমিলপাড়া বিহারি কলোনিতে বসবাস করেন ।
নূরুল ইসলামের স্ত্রী সীমা কান্নাজড়িত কণ্ঠে জানায়, গত ১৪ মাস পূর্বে আমার স্বামী মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাকশক্তি হারিয়ে হাত পা প্যারালাইসেস হয়ে বিছানায় পরে আছেন, চরম অর্থকষ্টে দিন অতিবাহিত করছি। ছেলেমেয়েদের লেখাপড়া, স্বামীর চিকিৎসা খরচ ও দুমুঠো ভাতের জন্য এই পরিবারটিকে সহযোগিতা করার জন্য সমাজের ধানশীল দয়াবান ধনবান ব্যক্তি ও সরকারের কাছে আবেদন জানিয়েছেন মুক্তিযুদ্ধা নূরুল ইসলামের পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানাÑ
মোঃ নূরুল ইসলাম,
হিসাব নংÑ ৩৪১০৩৩৩৭,
সোনালী ব্যাংক, পাঁচদোনা শাখা, নরসিংদী।
মোবাইলÑ ০১৯১৬০৪৫১৩৫।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন