নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারী আধুনিক সদর হাসপাতালে কার্ডিওলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে এই বিভাগের উদ্বোধন করেন। নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ বলেন, আধুনিক সদর হাসপাতালে কার্ডিওলজির কোন বিভাগ ছিল না। এতে করে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিতে ছুটে যেতে হতো রংপুরসহ দেশের অন্যান্য হাসপাতালে বা ক্লিনিকে। এখানে কার্ডিওলজি বিভাগ চালু হওয়ায় রোগীরা চিকিৎসা সেবার সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, ডা. এনামুল হক, ডা. শংকর কুমার, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মমতাজুল হক, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি এস এম সফিকুল আলম ডাবলু ও আওযামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন