পিরোজপুরের কাউখালীর কচা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে তিন জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত শনিবার রাতে উপজেলার কচা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে তিন জেলেকে আটক করা হয়। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত এদেরকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার সয়না গ্রামের মো. আলাল খানের পুত্র শাহজালাল খান, মেঘপাল গ্রামের ইমাম ডাক্তার এর ছেলে মো. আল আমিন, একই গ্রামের আলমগীর হোসেন আকন এর ছেলে মো. মেহেদী।
এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার মিটার কারেন্টজাল, ৭ কেজি মা ইলিশ ও মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত জাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল হক এর উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভূষন পাল, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত হোসেন, নৌ পুলিশের এএসআই মারুফ হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন