নীলফামারীর সৈয়দপুরে পৌণে দুই কেজি গাঁজাসহ নরসিংদীর রায়পুরা উপজেলা শ্রীনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জসিমকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় তাকে শহরের উপকন্ঠে চৌমুহনী মাঝাপাড়া থেকে আটক করে পুলিশ।
এ সময় গাঁজা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ইজিবাইক চালক মো. তোফায়েল হোসেনকেও আটক করা হয়। সে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের পীরপাড়া মৃত খায়রুদ্দিনের ছেলে।
জানা যায়, নরসিংদীর ওই যুবক চৌমুহনী মাঝাপাড়ার মো. গোলজার হোসেনের বাড়ি ভাড়া নিয়ে নরসিংদী থেকে গাঁজা এনে সৈয়দপুরে বিভিন্নজনের কাছে বিক্রি করতেন। ঘটনার দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের ওই এলাকা থেকে আটক করেন। এ সময় ইজিবাইকের সিটের নিচে লুকিয়ে রাখা পৌনে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন