ভোলায় মহানবী রাসুল (সা.)-এর বিরুদ্ধে অবমাননাকর ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে করা বিক্ষোভে পুলিশের নির্বিচারে গুলি পৈশাচিকতাকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ভোলার ঘটনা পূর্বপরিকল্পিত দাবি করে
বিএনপির সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ বলেন, পরবর্তীতে সাম্প্রতিক বিক্ষোভ বলে রূপ দেয়ার চেষ্টা করছে পুলিশ। তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় যেতে জনগণের রায় নিতে হয় নাই, তাই জনগণের প্রতি দায়বদ্ধতা নেই।
সংবাদ সম্মেলনে ভোলার ঘটনার প্রতিবাদে
বিএনপির পক্ষ থেকে আগামী ২৩ অক্টোবর ঢাকাসহ সারা দেশে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
মন্তব্য করুন