গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
টুঙ্গিপাড়া থেকে ১৪ হাজার টাকার জালনোটসহ মো. রমজান শেখ (৩৪) নামে এক জালনোট ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শনিবার টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে টুঙ্গিপাড়া উপজেলার খালেকের বাজার এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. রমজান শেখ টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের মো. মজ্জুম শেখের ছেলে। জানা যায়, জাল টাকা বেচাকেনা হবে এমন সংবাদে খালেকের বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জাল টাকা ব্যবসায়ী পালানোর চেষ্টা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন