ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকরামপুর বাজারে মাটি ভরাট না করায় পানি জমে বাজারটি পুকুরে পরিণত হয়েছে। এতে করে বাজারের শত শত দোকানদারের ব্যবসা বন্ধ হয়ে গেছে। সাধারণ ক্রেতাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগিদের প্রশ্ন এটা কি বাজার, না পুকুর? অথচ বাজারে মাটি ভরাটের জন্য ৪০ দিনের কর্মসূচির প্রকল্প দেয়া হলেও প্রকল্পের কোন কাজ না করেই টাকা আত্মসাতের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, রামপুর ইউনিয়নের চকরামপুর বাজারে মাটি ভরাট না করায় বৃষ্টির পানি জমে পুকুরে পরিণত হয়েছে। এরফলে গত কয়েক মাস ধরে ব্যবসায়ীরা বাজারে দোকান বসাতে পাচ্ছে না। ক্ষুদ্র ব্যবসায়ীদের এ দুরবস্থার কারণে তাদের পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। অপর দিকে এ অঞ্চলের ক্রেতা সাধারণদের নিজ এলাকার বাজার ছেড়ে দূরদূরান্ত থেকে কাঁচা বাজারসহ নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে হচ্ছে। চকরামপুর এলাকার ডাঃ আবুল কাশেম জানান, বাজারের এ করুণ দশায় আমাদের চরম ভোগান্তি হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ী জামাল উদ্দিন শামীম জানান, গ্রাম থেকে বিভিন্ন কাঁচামাল ক্রয় করে এই চকরামপুর বাজারে বিক্রি করতাম, কিন্তু বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে দোকান বসাতে না পেরে আমার যা পুঁজি ছিল তা ভেঙ্গে সংসার চালাতে হচ্ছে। বাজারের এই সমস্যা অল্প সময়ের মধ্যে সমাধান না হলে ইজারাদারকেও তার ইজারা টাকা উঠাতে হিম-শিম খেতে হবে। বাজারের এই দুরবস্থা নিরশনের জন্য স্থানীয় ব্যবসায়ী ও বাজারের ইজারাদার দীর্ঘদিন ধরে প্রশাসনের ধারে ধারে ঘুরলেও কোন সুরাহা পাচ্ছেন না। এছাড়াও অতি দরীদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির ২য় পর্যায়ে ৪৩নং প্রকল্পে চকরামপুর বাজারে মাটি ভরাটের জন্য ১১৩ জন শ্রমিকের কাজ করার কথা। কিন্তু ইতিমধ্যেই ৪০ দিন কর্মসূচি শেষ হতে চললেও বাজারে মাটি ভরাটের কোন কাজ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ বাজারে মাটি ভরাটের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাতের পাঁয়তারা চালাচ্ছে একটি মহল। চকরামপুর বাজারের ইজারাদার বাবুল মিয়া জানান, আমি বাজারের ইজারা নেয়ার পর বাজারের বিভিন্ন সমস্যার ব্যাপারে ত্রিশালের প্রয়াত উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম বাজার পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে সকল সমস্যা সমাধানের আশ^াস দিয়ে আসেন। কিন্তু এর দু’দিন পরেই তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় কোন সমাধান হয়নি। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপনের কাছে বাজারের যে সকল সমস্যা সমাধানের জন্য লিখিতভাবে অবহিত করেছি প্রশাসনের ধারে ধারে ঘুরলেও এ ব্যাপারে কোন সমাধান পাচ্ছি না। ৪০ দিনের কর্মসূচির মাটি ভরাটের কোন কাজ চকরামপুর বাজারে করা হয়নি। নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হুদা সরকার এ ব্যাপারে বলেন, বাজারের এ অবস্থায় ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরকারিভাবে ৪০ দিনের কর্মসূচিতে বাজারে কোন কাজ হয়নি। বাজারটির পানি নিষ্কাষণ ও মাটি ভরাটের বিষয়ে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন জানান, এ ব্যাপারে আবেদন করছে কি না তা জানা নেই। ইজাদার আসলে আমাদের হাটবাজারের টাকা আছে কি না ওটা দিয়ে ঠিক করতে বলব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন