বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

১৯ মাসেও শেষ হয়নি নির্মাণ কাজ প্রতি বছর পুড়ছে কোটি কোটি টাকার সম্পদ

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাবাসীর প্রাণের দাবি ফায়ার সার্ভিস স্টেশন ২০১৪ সালের ৭ ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন হলেও দীর্ঘ ১৯ মাসেও নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। উপজেলার ৭টি ইউনিয়নে প্রতি বছর পুড়ছে কোটি কোটি টাকার সম্পদ। বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় চলতি বছরও জামালপুর বাজার, বহরপুর বাজার, বালিয়াকান্দি বাজার, জঙ্গল ইউনিয়ন, নারুয়া ইউনিয়ন, বহরপুর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়নসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অগ্নিকা-ে কোটি কোটি টাকার সম্পদ ভস্মীভূত হলেও ফায়ার সার্ভিস বালিয়াকান্দি থেকে ২০ কিলোমিটার দূরে হওয়ার কারণে আগুন লাগলেও দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করার আগেই ভস্মীভূত হয়ে যায়। ওইদিন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম। এসময় রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হান্নান মাস্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মিয়া সুফি, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমসহ স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের দীর্ঘ ১৯ মাস অতিবাহিত হলেও কাজ এখনও সম্পন্ন হয়নি। বালিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনটি রাজবাড়ী গণপূর্ত অধিদপ্তরের তত্ত্ব¡াবধায়নে ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ করছে মেসার্স রফিক কনস্ট্রাকশন। উপজেলাবাসীর প্রাণের দাবি ফায়ার সার্ভিস স্টেশন পূরণ হলেও দীর্ঘদিনেও কাজ সম্পন্ন না হওয়ায় দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন