অভ্যন্তরীণ ডেস্ক
দেশের দুই স্থানে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করার খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা, চৌদ্দগ্রামে ২শ’ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হলো- পৌর এলাকার রামরায় গ্রামের মানু মিয়া ও চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের বেলাল হোসেন। জানা যায়, শুক্রবার গভীর রাতে ১শ’ ৯০ পিস ইয়াবাসহ মানু মিয়াকে ও ৩০ পিস ইয়াবাসহ বেলাল হোসেনকে নিজ এলাকা থেকে আটক করা হয়।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাবদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক মাদক বিক্রেতাকে গ্রেফতার ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে কোটালীপাড়া থানার এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এএসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের পারকোনা নামক স্থান থেকে দেলোয়ার হোসেন শেখ (৪০)-কে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার মুনালী মন্ডল গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে বলে জানায়। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন