শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

শিরোপার আশায় চট্ট.আবাহনী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নান্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। পরের আসরেই দলটি সেমিফাইনাল থেকে বিদায় নেয়। এবারের আসরে দলটি উঠেছে সেমিফাইনালে। টুর্নামেন্ট শুরু পূর্বে কোচ মারুফুল হক বলেছিলেন, তাদের প্রথম টার্গেট সেমিফাইনাল। সেই টার্গেট পূর্ণ হয়েছে। এবার মিশন ফাইনালে যাওয়ার। সেই লক্ষে আজ মাঠে নামছে স্বাগতিক দলটি। তাদের প্রতিপক্ষ ভারতের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি। যারা ভারতের শীর্ষ লীগের নয় নম্বর দল। এমএ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় হবে দুই দলের ফাইনালে ওঠার লড়াই।
আজকের ম্যাচে জয়ের ব্যাপরে আত্মবিশ্বাসী উভয় দল। চট্টগ্রাম অবাহনীর বড় ভরসা অধিনায়ক জামাল ভুঁইয়া। এছাড়া তিন বিদেশি ম্যাথিউস, পিটার এবং লুকা ভালো ফর্মে রয়েছেন। দলটির প্লাস পয়েন্ট হল নিজস্ব মাঠ এবং দর্শকদের অনুপ্রেরণা। এমএ আজিজ স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৩০ হাজার। দর্শকরা নিজ দেশের প্রতিনিধিত্বকারী একমাত্র ক্লাবটির পক্ষেই থাকবেন। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক বলেন, ‘গোকুলাম খুবই ভাল দল। অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে তাদের। তারা প্রস্তুতির মধ্যে আছে। এখনো পর্যন্ত কোন ম্যাচ হারেনি। এরপরও তাদের হারানো সম্ভব। সেই ছক আমরা কষে ফেলেছি।’ কোচের সঙ্গে সুর মেলালেন আবাহনী অধিনায়ক জামাল ভুঁইয়াও, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নকে তিন গোল দিয়েছে কেরালার দলটি। তারা বিপজ্জনক। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা জেতার জন্যই খেলবো।’ জয় চায় গোকুলাম কেরালাও। দলটির কোচ ফার্নান্দো বলেন, ‘হোম টিম হিসেবে আবাহনী খুবই শক্তিশালি। তবে আমরা তাদের হারিয়েই ফাইনালে যেতে চাই।’

এদিকে ফিকশ্চারে আবারও পরিবর্তন এসেছে। আজ একসঙ্গে দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গতকাল ফিকশ্চার পরিবর্তন করে দুই দিনে দুটি সেমিফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কমিটি। দ্বিতীয় সেমিফাইনাল হবে মঙ্গলবার। সন্ধ্যা ৭ টায় মুখোমুখি হবে ভারতের মোহনবাগান ক্লাব ও মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব। ৩০ অক্টোবর ফাইনাল হওয়ার কথা থাকলেও ৩১ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে গতকাল এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের চিফ কো-অর্ডিনেটর তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘চট্টগ্রাম আবাহনী তিন দিন আগে নাম প্রত্যাহার করায় ফিকশ্চারে বার বার পরিবর্তন আনতে হচ্ছে। দুই দিনে দু’টি সেমিফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ফাইনাল একদিন পিছিয়েছে। এতে সেমিফাইনাল নিশ্চিত করা চার ক্লাব, এএফসি এবং বাফুফের সম্মতি মিলেছে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন