শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

চট্ট.আবাহনী-বসুন্ধরার সহজ জয়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্ট বসুন্ধরা গ্রæপ স্বাধীনতা কাপে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। গতকাল বিকালে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ‘বি’ গ্রæপের ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৪-০ গোলে হারায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। বিজয়ী দলের হয়ে আইভরিকোস্টের মিডফিল্ডার ইয়াকুবা বামবা দু’টি এবং স্থানীয় মিডফিল্ডার জামির উদ্দিন ও নাইজেরিয়ান মিডফিল্ডার ওজুকু ডেভিড একটি করে গোল করেন। একই দিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস ৩-০ গোলে হারায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের আরেক দল আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে। জয়ী দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন দু’টি এবং স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন একটি গোল করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন