ল²ীপুরের রামগতিতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরার অপরাধে আবুল কালাম নামের জেলের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গত রোববার বিকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) সুচিত্র রঞ্জন দাসের আদালতে হাজির করলে এ আদেশ দেন তিনি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন জানান, মা ইলিশ রক্ষার জন্য নদীতে নিয়মিত টহলের অংশ হিসেবে মেঘনা নদীর অদূরবর্তী দ্বীপ সোনার চরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমানের নোনা ইলিশসহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, সে নিষিদ্ধ সময়ে দীর্ঘদিন থেকে মা ইলিশ আহরণ করে লবন দিয়ে সংরক্ষণ করে আসছিলেন। পরে নোনা ইলিশগুলো স্থানীয় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
অবুল কালাম চর আবদুল্যা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজাদ মাঝির ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন