দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা
দুপচাঁচিয়া থানা পুলিশ শনিবার দিবাগত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হত্যা ও সাজাপ্রাপ্ত মামলার আসামিসহ ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার গুনাহার ইউনিয়নের আটুইল গ্রামের আব্দুল খালেকের পুত্র সিএনজি চালক হত্যা মামলার সন্দিহাল আসামি আবুল কাসেম ওরফে নন্দ (৩২), ভান্ডুরিয়া গ্রামের শুকালু শাহ্র পুত্র জালিয়াতি মামলার ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি মুসলিম উদ্দিন শাহ্ (৪৫), গ্রেপ্তারী পরোয়ানামূলে তালোড়া দুবড়া সাগরপুর গ্রামের ইয়াছিন খাঁর পুত্র আসমান খাঁ (৩৮), এ ছাড়াও সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম বগুড়া আক্কেলপুর সড়কের দুপচাঁচিয়া ইসলামপুর সিংড়া ব্রীজের নিকট বগুড়াগামী ২ টি যাত্রিবাহী বাসে তল্লাশী করে। এ সময় ওই বাসের যাত্রি উপজেলা সদরের বম্বপাড়ার মৃত ফজলুর রহমানের স্ত্রী সাহারা বেওয়া (৫২) এর কাছে থেকে ১৪ বোতল ফেন্সিডিল ও অপর বাসের যাত্রি জয়পুরহাট জেলার পাঁচবিবি খঞ্জনপুর যমুনাঘাট এলাকার আব্দুল মজিদের মেয়ে রেখা বিবি (৪০) এর কাছে থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেল এর পরিদর্শক সামছুল আলম বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ৫ জনের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের গতকাল ১৯ জুন রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন