শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আ.লীগ নেতাকে অপহরণের পর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
শিবগঞ্জে আ.লীগ নেতা ও সমাজ সেবক আহসান হাবিবকে অপহরণ করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে রানিহাটি বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, রানিহাটি পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বিশিষ্ট সমাজ সেবক ও রানিহাটি পাঠাগারের সাবেক সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা আহসান হাবিবকে সন্ত্রাসীরা গত ৫ জুন সকালে অপহরণ করে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সদর হাসাপাতালে ফেলে পালিয়ে যায়। তিনি এখনও গুরুতর অসুস্থ রয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। উল্লেখ্য, গেল ৫ জুন উপজেলার রানীহাটি বাজারে বহিরাগত সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক আহসান হাবিবকে অপহরণ করে নিয়ে যায়। পরে ব্যাপক মারধর করে সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। সূত্র মতে জানা যায়, রানীহাটি বাজার আম বাজারের খাজনা আদায়কে কেন্দ্র করে সন্ত্রাসীরা রানীহাটি বাজার প্রবেশ করে এবং আহসান হাবিবকে ধরে নিয়ে যায়। এসময় লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা ১০-১৫ ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এনিয়ে আহসান হাবিবের ভাই গত ৮ জুন ৯ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন