বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পারনান্দুয়ালীতে ইছালে ছওয়াব মাহফিল

স্টাফ রিপোার্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

উপমহাদেশের অলিকুল সম্রাট, মুজাদ্দিদে জামান, চারি তরিকার পীরে কামেল, আমিরুশ-শরিয়ত ওয়াত তরিকত ফুরফুরা শরীফের হযরত দাদা পীর ছাহেব কেবলাহ আলা আলহাজ হযরত আবু বক্কর ছিদ্দিকী (রহ.) এবং তদীয় প্রাণ প্রিয় প্রধান খলিফা সুলতানুল ওয়ায়েজীন আলেমকুল শীরমনি মুহাদ্দিস, মুফাচ্ছির, ফকিহ, শাহ্সুফি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রুহল আমীন (রহ.) এর ওফাত দিবস স্মরণে ইছালে ছওয়াব ও বিশ্বের যে সমস্ত মোমেন-মোমেনাত ইন্তেকাল করেছেন, তাদের পাক রুহের মাগফেরাত কামনার উদ্দেশ্যে ৩১ অক্টোবর শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ৬৯তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল। মাগুরার পারনান্দুয়ালী ব্যাপারী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত মাহফিলে প্রথম দিন গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন আলহাজ আল্লামা রুহল আমীন সাহেব (রহ.)-এর আওলাদ হযরত মাওলানা মো. শরফুল আমিন ছাহেব বসিরহাট, ভারতসহ প্রমুখ বক্তাগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন