সাকিব আল হাসানকে খেলার মাঠে ফিরিয়ে আনার দাবিতে মংলায় মানববন্ধন করেছে এলাকার জনসাধারণ । গতকাল রোববার বেলা ১২টার দিকে শহরের শেখ আ. হাই সড়কে বিভিন্ন ক্রীড়া সংগঠন এই মানববন্ধনের আয়োজন করেন। বক্তব্য রাখেন, মংলা ক্রীড়া পরিষদের আহবায়ক শেখ কামরুজ্জামান জসিম, বাধন স্পোটিং ক্লাবের সভাপতি এম আর মাসুদ রানা, মুক্ত বাংলা স্পোটিং ক্লাবের ওয়াসিম আরমান, সোনার বাংলা ক্রীড়া চক্রের মো. রিপন, যুব ফোরামের মো. পারভেজ, রেনেসা স্পোটিং ক্লাবের অধিনায়ক মো. শাহিনসহ বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সাকিব আল হাসানকে যদি খেলার মাঠে ফিরিয়ে আনা না হয় তাহলে দেশে ক্রীড়া অঙ্গনে বিপর্যয় আসবে। এটা বাংলাদেশের জন্য মঙ্গল হতে পারে না । তাই সাজা মওকুফ করে খেলার মাঠে ফিরিয়ে অনার ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন মানবন্ধনে অংশগ্রহণ কারীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন