রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাগুরার নতুন জেলা প্রশাসকের যোগদান

স্টাফ রিপের্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মাগুরা জেলায় গতকাল রোববার নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন ড. আশরাফুল আলম।
এর আগে ড. আশরাফুল আলম মন্ত্রিপরিষদ বিভাগে আইন-১ অধিশাখা এবং কাউন্সিল অফিসার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৭ সালের ২৩ এপ্রিল তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।
ড. আশরাফুল আলম ২২ বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের নবুরিয়া গ্রামে। তার বাবা মো. তাহের উদ্দিন একজন শিক্ষক, তার ৫ ছেলে ও ২ মেয়ে সন্তানের মধ্যে আশরফুল আলম সবার বড়।
ড. আশরাফুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে ১ম বিভাগে দ্বিতীয় হয়ে অনার্স এবং ১ম বিভাগে তৃতীয় হয়ে মাস্টার্স সম্পন্ন করেন। মঙ্গোস স্কলারশিপ পেয়ে তিনি জাপান থেকে পিএইচডি করেন। ২২তম বিসিএসে প্রশাসনে ক্যাডারের মেধাতালিকায় চতুর্থ হয়ে তিনি সহকারী কমিশনার পদে যোগদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন