সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া নামক স্থানে আম বোঝাই পিকাপের বডি খুলে রাস্তায় দাঁড়ানো থাকা আব্দুল গফুর মোল্লা (৪৫)-এর গায়ে পড়লে ঘটনাস্থলে তিনি নিহত হন। স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, চৌমুহনী-ঢাকা মহাসড়কে গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার সময় সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে আসা চৌমুহনীগামী বগাদিয়া পুলের কাছে আম বোঝাই পিকাপের বডি খুলে রাস্তার পাশে দাঁড়ানো থাকা আব্দুল গফুর মোল্লার গায়ে পড়লে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহত গফুর সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। এ ঘটনার পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী চৌমুহনী-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে ঘাতক পিকাপটিকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পিকাপটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী হানিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দ্রুত স্পিড বেকার নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন