শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দুপচাঁচিয়ায় নাশকতা মামলার আসামিসহ আটক ১৩

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা

দুপচাঁচিয়া থানা পুলিশ রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি সহ ১৩ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ২ নারী জুয়ারু সহ ৭ জুয়াড়ি ও ১ জন মাদকসেবক রয়েছে। আটককৃতরা হলো- নাশকতা মামলায় উপজেলা সদরের মাষ্টারপাড়ার ইলিয়াস আলী ইল্লির পুত্র জাহিদ হাসান রুস্তম, গ্রেফতারি পরোয়ানামূলে কাথহালী মিয়াপাড়ার মজনু খন্দকারের পুত্র মাসুদ খন্দকার, তালোড়া বাজারের আব্দুর রহমানের পুত্র আব্দুর রাজ্জাক ওরফে জুয়েল রানা, অপরাধ প্রতিরোধে ১৫১ ধারায় তালোড়া বাশোপাতার মৃত খালেক খন্দকারের পুত্র মতিন খন্দকার, আজিমুদ্দিনের পুত্র পিন্টু, এ ছাড়াও ২ নারী জুয়ারু উপজেলার সদরে বম্বপাড়ার হাসমত আলীর স্ত্রী প্রভাতী, শফিকুলের স্ত্রী স্বপ্না ও ৫ জুয়ারু মৃত হাফিজারের পুত্র বুলু প্রামানিক ওরফে ভুট্টু, সরদারপাড়ার হাবিবুর রহমান হবুর পুত্র হাসমত আলী শেখ, চেঙ্গা গ্রামের ইনছের আলীর পুত্র গোলাম মোস্তফা, আজিজার রহমানের পুত্র আব্দুল খালেক, কাহালু নয়াপাড়ার মৃত সুকুর আলীর পুত্র আলম। এই ৭ জন জুয়ারুকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও শাহেদ পারভেজ এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক প্রত্যেককে আর্থিক জরিমানা করে রায় দিয়েছেন। অপরদিকে মাদক সেবক কুন্ডুপাড়া গ্রামের মুকুল চন্দ্রের পুত্র বাদল চন্দ্র (৩৫) কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম নাশকতা মামলা সহ ৫ টি মামলার আসামি রুস্তম আলী সহ ১৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে ৬ জনকে গতকাল সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন