টাঙ্গাইলের সখিপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ কবির হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ । মঙ্গলবার রাতে উপজেলার বড় চওনা এলাকা থেকে গাঁজা বিক্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে সখিপুর থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত কবির বড়চওনা চাম্বল তলা গ্রামের আজগর আলীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তাএসআই আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবী ও বিক্রেতা কবির হোসেন কে গাঁজাসহ গ্রেফতার করে বুধবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন