গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরী জোনাকীকে (১৭) নিরাপদ হেফাজত কেন্দ্রে রেখে ঠিকানা খুঁজে বের করে তার পরিবার বা আত্মীয়স্বজনের কাছে ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গোপালগঞ্জে অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ওই আদেশে জোনাকী সামাজিক বৈষম্যের শিকার, গৃহহীন ও অবহেলিত বলে প্রতীয়মান হয়েছে উল্লেখ করেছেন। আগামী ২৯ জুন ওই আদালতে এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত রয়েছে। এর মধ্যে জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার ফারহানা নাসরিনকে ওই কিশোরীর সামাজিক প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত। জেলা সমাজসেবা অধিদপ্তর এ ব্যাপারে চিঠি দিয়ে উপজেলা সমাজসেবা অফিসকেও অবহিত করেছে। আদালতের নির্দেশে ওই কিশোরীকে ইতোমধ্যে কাশিয়ানী থানা পুলিশ ফরিদপুর শিশু, কিশোরী ও মহিলা নিরাপদ হেফাজত কেন্দ্রে পাঠিয়েছে। গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সমীর মল্লিক বলেন, গত ২ জুন কাশিয়ানী উপজেলা সদরে বাকপ্রতিবন্ধী কিশোরী জোনাকী অসহায়ের মতো চলাফেরা করছিল। পুলিশ তাকে আটক করে শিশু নির্যাতন আইনে ওই দিনই অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করে। মেয়েটি শুধু নিজের নাম জোনাকী লিখতে পারে। বাকপ্রতিবন্ধী হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার জবানবন্দী রেকর্ড করতে পারেননি। তাই অসহায় ওই তরুণীকে নিরাপদ হেফাজত কেন্দ্রে রেখে ঠিকানা খুঁজে বের করে তার পরিবার বা আত্মীয়স্বজনের কাছে ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন