কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চোর সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- রাধাগঞ্জের মাজেদ সিকদারের ছেলে শাহিন সিদকার (৩২) ও বান্ধাবাড়ীর কিরন মল্লিকের ছেলে কমল মল্লিক (৩০) সোমবার রাতে তাদের উপজেলার বুরুয়াবাড়ী গ্রাম থেকে ভাঙ্গার হাট নৌ-তদন্ত কেন্দ্রের পুলিশ আটক করে। এর আগে গত তিন রাতে ওই এলাকার ১০টি ঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। চোরের উৎপাতের কারণে ওই এলাকার গ্রামবাসী অতিষ্ঠ হয়ে রাত জেগে পাহারা দেয়ার পরিকল্পনা করে এবং সোমবার রাত ১টার দিকে ওই দু’জনকে গ্রামের ভিতরে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন